promotional_ad

সুযোগ না দিয়ে কিছু বলতে পারবেন নাঃ ফরহাদ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৪ সালে দেশের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এরপর দীর্ঘ ৫ বছর ধরে জাতীয় দল থেকে ব্রাত্যই রয়ে গেছেন তিনি।যদিও গত আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে ডাক পান ৩৩ বছর এই অলরাউন্ডার। কিন্তু তাকে মাঠে নামায়নি টিম ম্যানেজমেন্ট। 


এরপর সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও তাসকিন এবং সাইফউদ্দিনের ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পান তিনি। যথারীতি এবারও মাঠে নামা হয়নি তার। অথচ এই ফরহাদই ছিলেন গত ঢাকা প্রিমিয়ার লিগ আসরের সর্বোচ্চ উইকেট শিকারি।



promotional_ad

১৬ ম্যাচে ৩৮ উইকেট পেয়েছিলেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা এই অলরাউন্ডার। একই সঙ্গে ছিলেন ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী। দলের হয়ে করেন ২০৭ রান।বিসিএল, এনসিএল মিলিয়ে গত ঘরোয়া লিগের মৌসুমে ১০০ উইকেট শিকার করেন রেজা।


ঘরোয়া লিগের এই ফর্মই জাতীয় দলের দুয়ার ফের খুলে দিয়েছিল তার। তবে দেশের জার্সিতে আবারো মাঠে নামার স্বপ্ন পূরণ হয়নি তার। তাই স্বভাবতই কিছুটা হতাশ এই অলরাউন্ডার। খেলার সুযোগ না পেলে কখনোই নিজেকে প্রমাণ করা সম্ভব হবে না বলে জানান তিনি।


ফরহাদ রেজা বলেন, 'আসলে আমাকে তো সুযোগ দিতে হবে। নাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমি পারবো। আমি যদি সুযোগই না পাই তাহলে আর কি হবে? যেকোনো সময় ভালো কিছুও হতে পারে। আমাকে সুযোগ না দিলে তো আপনি বলতে পারেন না যে আমি পারবো কিংবা পারবো না।' 



অবশ্য দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেলে এর সদ্ব্যবহার করবেন বলেও জানান ফরহাদ রেজা। তার ভাষায়, 'যেটি বললাম যে আমি সবসময় অপেক্ষা করছি। তবে কিছুই আমার হাতে নেই। সুযোগ যদি আসে সেটি যেন কাজে লাগাতে পারি সেটাই লক্ষ্য আমার।' 


আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই দুই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। যেখানে ডাক পেয়েছেন ফরহাদ রেজা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball