ফিটনেস রহস্য উন্মোচন করলেন ফরহাদ রেজা
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৩৩ বছর বয়সেও নিজের বিপ টেস্টের ফলাফলে সবাইকে হতবাক করেছেন ফরহাদ রেজা। ফিটনেস বজায় রাখার জন্য নিজের ফিজিও এবং ট্রেনারের অবদান গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, 'আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার শেষ চার পাঁচ বছর ধরে তুষারদা, জয় দুজন কাজ করছে। এরা আমার ফিজিও এবং ট্রেইনার। যার ফলে আমি চার পাঁচ বছর ধরে ফিটনেসটি এভাবে রেখেছি।'

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে ডাকা কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন, ক্রিকেটারদের কেটেছে বিপ টেস্ট ও জিম করে।
বিপ টেস্টে পেস অলরাউন্ডার ফরহাদের স্কোর ১২.২। ওপেনার জহুরুল ইসলাম অমি এবং পেসার আবু জায়েদ রাহি- দুজনের স্কোরই ১২.৩।
অন্যদের ব্যাপারে ফরহাদ বলেছেন, 'অন্যদের খুব একটা খারাপ আমি বলব না। ১০ এর ওপরে সবাই ছিল। ১১ বা সাড়ে ১১ এর কাছাকাছি বেশিরভাগ ছিল। আমার হিসেবে সবাই মোটামুটি ভালোই করেছে, তবে আরেকটু ভালো হতে পারতো।
মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানসহ এই ক্যাম্পে ডাকা হয়েছে ৩৫ জন ক্রিকেটারকে। সাইফ হাসান ও নাঈম শেখসহ ছিল এক ঝাঁক নতুন মুখও। প্রথম দিন উপস্থিত ছিলেন ২৩ জন।