promotional_ad

অস্ট্রেলিয়াকে স্টোকসের হুমকি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে লর্ডস টেস্টে অভিষেক হয়েছে  ডানহাতি পেসার জফরা আর্চারের। ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গতির ঝড় তুলেছেন ২৪ বছর বয়সী এই তরুণ। প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিলেও আগুনে বোলিংয়ে প্রতিনিয়তই নাস্তানাবুদ করেছেন টিম পেইনের দলকে।


শুধু তাই নয়, আর্চারের ৯২.৪ মাইল গতির বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকেও। সেই আঘাত এখনও পুরোপুরি সামলে উঠতে পারেননি তিনি। তাই বলা যায় হেডিংলি টেস্টে আর্চারকে সামলাতে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে অস্ট্রেলিয়াকে। 



promotional_ad

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এরই মধ্যে অবশ্য হুমকিও দিয়ে রেখেছেন চির প্রতিদ্বন্দ্বীদের। স্মিথ মাথায় আঘাত পেলেও নিজের স্বভাবসিদ্ধ বোলিং থেকে কখনোই সরে আসবেন না আর্চার বলে বিশ্বাস করেন তিনি। 


স্টোকস বলেন, 'এটি খেলারই অংশ এবং বিশেষ করে জফরার খেলার একটি বড় অংশ এটা। আক্রমণাত্মক হওয়া, ব্যাটসম্যানকে থিতু হতে না দেয়া। এই বাউন্সারই তার বড় সম্পদ এবং সে এটি করতেই থাকবে।' 


ইংল্যান্ড অলরাউন্ডার আরো যোগ করেন, 'যখন কেউ মারাত্মকভাবে আঘাত পায় তখন কোনো বোলারই বলবে না যে আমি এই বলটি আর করবো না। উদ্বেগ এখানে সবসময় কাজ করবেই যখন কেউ এটি করবে, কিন্তু এরপর যখন আবার বল হাতে নিবেন তখন এটি (বাউন্সার) করতে থাকবেন।'



আগামী ২২ আগস্ট লিডসের হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড এবং সফরকারী অস্ট্রেলিয়া। এর আগে বার্মিংহামে আয়োজিত প্রথম টেস্টে ২৫১ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। এরপর লর্ডস টেস্টে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball