বিপিএলের লভ্যাংশ চায় রাজশাহী কিংস

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের লভ্যাংশ চেয়েছে রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি। সোমবার একটি বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গে সোমবার সভায় বসেছিল রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি। সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলকে এমন প্রস্তাবনা দিয়েছে রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি।

বিবৃতিতে রাজশাহী কিংস বলেছে, 'ব্রডকাস্টিং, স্পন্সরশীপ, টিকিট- সব মিলিয়ে যে লভ্যাংশ হয় সেটা যেন প্রকাশ করা হয়। আমরা প্রস্তাব করেছি বিপিএলের সার্বিক আয়ের লভ্যাংশের জন্য। বিশ্বের বিভিন্ন জায়গায় এমনটা হয়ে থাকে। এখান থেকে আমরা পরিকল্পনা করতে পারি।'
বিপিএলের সপ্তম আসরকে ঢেলে সাজাতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। এ কারণে ছোট ছোট অনেক নিয়মও পরিবর্তিত হচ্ছে এবারের বিপিএলে। ফ্র্যাঞ্চাইজিগুলো যেন নিয়ম মানে এটাই প্রত্যাশা রাজশাহী কিংসের।
'সপ্তম আসরে আমরা কিছু নির্ধারিত নিয়ম চাই। এই নিয়ম যেন আগামী চার বছরেও অক্ষুণ্ণ থাকে। ফ্র্যাঞ্চাইজিগুলো যেন নিয়ন মেনে চলে। ফ্র্যাঞ্চাইজিগুলো যেন সব নিয়মের যথার্থ ব্যাখ্যা পায় এবং তা মেনে চলে।'