promotional_ad

রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর দাবি খুলনার

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সোমবার আলাদা আলাদা বৈঠক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে খুলনা টাইটান্স রিটেইন ক্রিকেটার সংখ্যা বাড়ানোর দাবি করেছে।


গত আসরে চারজন করে ক্রিকেটার রিটেইন করার নিয়ম ছিল। এবার নতুন সাইকেলে অনুষ্ঠিত হবে বিপিএল। ফলে অনেক নীতিমালা নতুন করে তৈরি করা হবে। 



promotional_ad

রিটেইন ক্রিকেটার সংখ্যা বাড়ানোর দাবি করে খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম আহমেদ বলেছেন, ‘রিটেনশন চারটা-পাঁচটা না করে এটাকে বাড়িয়ে আটটি-বা নয়টি রাখেন। তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো অফ সিজনে ক্যাম্পের আয়োজন করতে পারতো। কোচ পাওয়া যেত যারা প্লেয়ারদের সঙ্গে কাজ করতে পারতো।’


বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও টুর্নামেন্টের নতুন নীতিমালা দেয়নি। জানানো হয়েছে, সব দলের কাছে গ্রহণযোগ্য হয়; এমন একটি নীতিমালা দেয়া হবে। যা চলতি বছর থেকে কার্যকর হয়ে আগামী চার আসরে চলবে।


নতুন নীতিমালায় রিটেনশন বাড়ানোর প্রতি জোড় দিয়েছে খুলনা টাইটান্সের ফ্র্যাঞ্চাইজিটি। রিটেনশন বেশি থাকলে খেলোয়াড়দের নিয়ে বছরব্যাপী কাজ করার সুযোগ হবে বলে মনে করেন দলটির ব্যবস্থাপনা পরিচালক।



এ প্রসঙ্গে কাজী এনামের ভাষ্য, ‘নিয়ম-নীতি এখনও সেভাবে জানা হয়নি। তারা যেটা সাজেস্ট করেছেন সেটা হচ্ছে, চার বছরের সাইকেলটা হবে। আমরা এমনভাবে রুলসটা করি যেটা আপনারাও পছন্দ করবেন। চলতি বছর এবং পরবর্তী তিন বছর এটা বলবৎ থাকবে। আমরাও আমাদের মতামত দিয়েছি। প্রতি বছর রিটেনশন সংখ্যাটাও বাড়িয়ে নিন। বেশি রিটেনশন থাকলে আমরাও প্লেয়ারদের নিয়ে সারা বছর কাজ করতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball