promotional_ad

কাউকে চোখের আড়াল করছে না বিসিবি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে থাকা ৬০ জন ক্রিকেটারই এইচপি, 'এ' দল, বিসিবি একাদশ, জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের সঙ্গে যুক্ত আছেন।


তাদের কাউকেই চোখের আড়াল করছে না বিসিবি। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আসন্ন টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্প আয়োজন করেছে বিসিবি।



promotional_ad

সেখানে ডাকা হয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। এর মধ্যে রয়েছেন বয়স ভিত্তিক দলের কয়েকজন ক্রিকেটারও। নান্নু জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নিতেই তাদের ক্যাম্পে ডাকা হয়েছে। তাছাড়া জাতীয় দলে খেলা এনামুল হক বিজয় এবং নুরুল হাসান সোহানকে 'এ' দলের অংশ করা হয়েছে তাদের পারফর্মেন্স যাচাই করতে।


এ প্রসঙ্গে নান্নু বলেছেন, 'সবাইকে নিয়ে প্লেন করা হচ্ছে। যে ৬০ জন আছে, এখানে সবাই আছে। কাউকে চোখের আড়াল করা হচ্ছে না। বিজয়-সোহানকে 'এ' দলের সঙ্গে রাখা হয়েছে। সাথে সাথে কিছু প্লেয়ারকে এইচপি দলের সাথে মার্চ করার জন্য দেয়া হয়েছে। যেটা এই সিরিজের বাইরে। ওরাও এইচপি দলের সঙ্গে যোগ দিচ্ছে।'


তত্ত্বাবধানে থাকা ৬০ জন ক্রিকেটারকেই খেলার সুযোগ করে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবি। তাদের প্রত্যেককেই 'এ' দল, এইচপি দল বা বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।



এ প্রসঙ্গে নান্নুর ভাষ্য, 'আমাদের যে ৬০টা প্লেয়ারের একটা দল আছে। এই ৬০টা প্লেয়ারকে কিন্তু আমরা সব ফরম্যাটের জন্য, 'এ' দল, এইচপি, বিসিবি একাদশ সবাইকে প্রোভাইড করার জন্য একটা প্লেন করে রেখেছি। সবাইকে সব জায়গায়, সব প্লেয়ারকে এক সাথে করা যায় কীভাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball