ক্যাচ হাতছাড়ার কারণ ফিটনেস নয়ঃ ভিল্লাভারায়েন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলের ফিল্ডারদের ক্যাচ হাতছাড়া কিংবা ফিল্ডিং মিস নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করেন ফিল্ডিংয়ে টাইগার এই দুরবস্থার কারণ ফিটনেস।
বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টাইগারদের ক্যাচ হাতছাড়ার কারণ ফিটনেস নয়। বাজে ফিল্ডিংয়ের জন্য ফিটনেসকে দায়ী করছেন না বাংলাদেশের এই কোচ।

এ প্রসঙ্গে ভিল্লাভারায়েন বলেছেন, 'আমি বলতে চাই না ঐটাই কারণ বা এটাই কারণ। ফিটনেসের কারণে কেউ ক্যাচ হাতছাড়া করেছে এটা বলা ঠিক না।'
বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপকালে অভিযোগ জানিয়ে বলেছেন, বাংলাদেশের ফিল্ডাররা বেসিকই জানে না।
নাজমুল হাসান বলেছিলেন, বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপকালে টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক জানিয়েছিলেন বাংলাদেশ দলের ফিল্ডাররা বেসিকই জানে না।
এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'ফিল্ডিং কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পারফর্মেন্স এমন হলো কেন। সে বলেছে দেখো জাতীয় দলে যখন আসে তখন আমি ফিল্ডিংটাকে উন্নত করাতে পারি। কিন্তু বেসিকতো শিখাতে পারবো না। ওরাতো বেসিকই জানে না।'
বাংলাদেশ দলের পারফর্মেন্সের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখতে ফিল্ডিংয়ে উন্নতির বিকল্প নেই। ফলে দ্রুতই টাইগার ফিল্ডারদের এই সমস্যার সমাধান খুঁজতে হবে বাংলাদেশ দলের কোচ-ট্রেনারদের।