বড় বাঁচা বেঁচেছি, এটা ভুলঃ পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডস টেস্টের শেষ দিন ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শঙ্কা জাগে পরাজয়ের। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে টিম পেইনের দল।
অল্পের জন্য পরাজয় থেকে রক্ষা পেলেও অধিনায়ক টিম পেইন দলের পারফর্মেন্সে সন্তুষ্ট। তাঁরা যে, বড় বাঁচা বেঁচে গিয়েছেন সেটা মানতে নারাজ এই দলপতি। তাঁর ধারণা একটা পর্যায় পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রন তাদের হাতেই ছিল।

১৩২ রানে ৩ উইকেট থাকার পর ১৪৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। যার জন্য ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের গতিময় বোলিং এবং আলোর সল্পতাকেই দায়ী করেছেন পেইন।
তিনি বলেন, 'বলবো না যে বড় বাঁচা বেচে গিয়েছি। আমি বলবো যে আমরা মোটামোটি ভালো ক্রিকেট খেলেছি। ১৩০ রানে ৩ উইকেট ছিল আমাদের, এরপর কিছু বিষয় আমাদের পক্ষে যায়নি।
ত??দের দলের এমন একজন বোলার ছিল যে ১৫০ গতিতে বোলিং করছিল আর লাইট কম ছিল যে কারণে কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। এটাই টেস্ট ক্রিকেট, আমাদের উপায় খুঁজে বের করতে হবে। আমি দলের ওপর গর্বিত।'
পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। চলতি মাসের ২২ তারিখ থেকে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্ট।