সেঞ্চুরিয়ান করুনারত্নের প্রশংসায় উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে দিমুথ করুনারত্নের দল।
লঙ্কানদের সিরিজে এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক করুনারত্নে। তাঁর ১২২ রানের ওপর ভর করেই জয়ের বন্দরে সহজে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

লঙ্কানদের এমন জয়ে বড় অবদান রাখার জন্য প্রতিপক্ষ দলপতি কেন উইলিয়ামসনের প্রশংসা কুড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর সেঞ্চুরিটিকে অসাধারণ বলে আখ্যায়িত করেছেন কিউই এই দলপতি।
উইলিয়ামসন বলেন, 'শেষ ইনিংসে এমন রান তাড়া করা খুব কঠিন। শ্রীলঙ্কা দলকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হয়। বিশেষ করে প্রশংসা করতেই হয় অধিনায়ক করুনারত্নের। অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছে সে।'
প্রতিপক্ষ অধিনায়ক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেও নিউজিল্যান্ডের পক্ষেই দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ০ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৪ রান।
প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্ট ভালো করার ব্যাপারে আশাবাদী উইলিয়ামসন। তিনি আরও বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে হয় বেশি ইতিবাচক ছিলাম, যেটার কোনো প্রয়োজন ছিল না।
পেছনে ফিরে তাকালে এমন ভুল হয়তো আর করবো না। উইকেট অনেক মন্থর ছিল, যত সময় পার হচ্ছিলো উইকেট আরও বেশি মন্থর হয়ে উঠছিল। এই কারণেই আমার বুঝে উঠতে সমস্যা হয়েছে।'