সাকিবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেইঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের সঙ্গে কোনো রকম ঝামেলা নেই বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, সাকিবের সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকেই ভালো সম্পর্ক তাঁর।
ভবিষ্যতেও এমন সম্পর্ক টিকে থাকবে বলে মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহ ড্রেসিংরুমের ঘটনা নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন।

এরই পরিপ্রেক্ষিতে ক্রিকফ্রেঞ্জি 'ড্রেসিংরুমের ঘটনা ভুলভাবে উপস্থাপন করা হয়েছেঃ মাহমুদউল্লাহ' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এই সংবাদটিই মাহমুদউল্লাহর দৃষ্টিগোচর হয়েছে।
এর পরই ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেছেন, 'কিছুক্ষণ আগে অনলাইন নিউজে একটা শিরোনাম দেখলাম। সাকিবের সঙ্গে ড্রেসিং রুমের ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সত্যি বলতে, সাকিবের সঙ্গে কোনো রকমের দ্বন্দ্ব বা সমস্যা হয়নি। আমরা যতদিন ধরে এক সঙ্গে খেলছি। আমরা খুবই ভালো টিমমেট ছিলাম, এখনও আছি এবং ভবিষতেও থাকবো।'
বিশ্বকাপের মাঝ পথে মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দিতে বলেছিলেন সাকিব। এমন একটি সংবাদ ফলাও করে প্রচার হয়েছিল বিশ্ব মিডিয়ায়। এই পুরো সংবাদটিকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহর ভাষ্য, 'আমার মনে হয় এটা মিথ্যে কথা, যে সাকিবের সঙ্গে আমার ইস্যু হয়েছে। এটা সম্পুর্ণ মিথ্যে কথা। আমার কাছে মনে হয়েছে এটা ক্লিয়ারিফাই করা প্রয়োজন। এজন্য এই ভিডিওটি পাঠানো। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে। সবার জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জন্য আরও ভালো করতে পারি।'