ডিফেন্স করতে হবে এবং মারতে হবেঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ শেষ হয়েছে। এখন বাংলাদেশ দলের ব্যস্ততা টি-টোয়েন্টি আর টেস্ট নিয়ে। সেভাবেই নিজেদের তৈরি করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, টেস্টের জন্য ডিফেন্সের এবং টি-টোয়েন্টিতে মারমুখী ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এখন টেস্ট এবং টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাই বেশি। এখন সেভাবেই ফোকাস করতে হবে। ডিফেন্স করতে হবে এবং মারতে হবে।’
বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে তিনটি ওয়ানডেতেই বাজেভাবে হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
এরপর ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। কদিন পরই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ এবং জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই ব্যস্ত সূচি সামনে রেখে ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ বলেছেন, ‘এ কয়দিন আমরা ব্রেকে ছিলাম। কয়েকদিন ফিটনেস নিয়ে কাজ করবো। প্রত্যেকদিনই ফিটনেস নিয়ে কিছু না কিছু কাজ করবো। সামনে সিরিজ আছে, আফগানিস্তানের সঙ্গে টেস্ট আছে, তারপর টি-টোয়েন্টি টুর্নামেন্ট।’