promotional_ad

খেলোয়াড়-কোচদের কষ্টের বিনিময়েই সফলতা আসবেঃ রিয়াদ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বকাপের পরই কোচিং স্টাফদের বেশিরভাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে প্রতিটি বিভাগের জন্যই নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।


খেলোয়ার এবং নতুন এই কোচদের কষ্টের বিনিময়েই সফলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এর জন্য দুই পক্ষেরই তথ্যের আদান-প্রদান করতে হবে বলে মনে করেন তিনি।


এ প্রসঙ্গে রিয়াদ বলেছেন, 'ওনারা যখন খেলতেন তখন বেশ হাই প্রোফাইল ক্রিকেটার ছিলেন। এখন কোচ হিসেবেও তিনি বেশ সমৃদ্ধ। কোচ এবং ক্রিকেটার- সবার কষ্টের বিনিময়েই আসলে ফলাফল আনতে হবে। এরকম না যে আমরা কষ্ট করে গেলাম, ওনারা করল না বা ওনারা কষ্ট করে গেল আমরা করলাম না। দুই পাশ থেকেই আমাদের যথেষ্ট তথ্য আদান প্রদান করতে হবে। সবাই মিলে চেষ্টা করব কিভাবে ভালো করা যায়।'



promotional_ad

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। টাইগারদের স্পিন বোলিং কোচ হয়েছেন ড্যানিয়েল ভেট্টরি।


ডমিঙ্গো কোচ হিসেবে নিয়োগ পেলেও ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে কথা হয়নি এখনও রিয়াদের। দক্ষিণ আফ্রিকার এই সাবেক কোচ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২১ আগস্ট। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আশাবাদী রিয়াদ।


ডমিঙ্গো প্রসঙ্গে রিয়াদ বলেছেন, 'ওনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হয়নি। এখন ইনশাল্লাহ হবে। যেহেতু ওনার প্রোফাইল বেশ সমৃদ্ধ। সাউথ আফ্রিকার কোচ ছিলেন বেশ কয়েকবছর। খুব ভালো কাজই করেছেন সাউথ আফ্রিকার হয়ে। আমরা অনেক কিছু শিখতে পারবো, একই সঙ্গে আমাদের দলের জন্যও ভালো হবে।'


স্পিন বোলিং কোচ হিসেবে ভেট্টরিকে অনেক উঁচুতে রাখছেন রিয়াদ। তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। তাঁর অনেক তথ্যই সাহায্য করবে বলে মনে করেন রিয়াদ।



এই অলরাউন্ডারের ভষ্যমতে, 'উনি অনেক বড় মাপের বোলার ছিলেন। বড় মাপের কোচ। অবশ্যই তাঁর কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। আমার বোলিং নিয়েও ব্যক্তিগত ভাবে কথা হবে তাঁর সঙ্গে। অনেক কিছুই কাজে আসবে। তাঁর অনেক তথ্যই সাহায্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball