promotional_ad

করুনারত্নের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল শ্রীলঙ্কা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাটা দারুন এক জয় দিয়ে করল শ্রীলঙ্কা। ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডকে পাত্তাই দিল না দিমুথ করুনারত্নের দল। শেষ দিন রেকর্ড লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এখন এগিয়ে স্বাগতিকরা।


জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষ করেছিল বিনা উইকেটে ১৩৩ রান নিয়ে।


শেষ দিন ব্যাট করতে নেমে শুরু থেকে ইচিবাচক মনোভাবে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে। দুজনের ব্যাটে ভর করে দলীয় ১৫০ পার করে লঙ্কানরা। 


দলীয় ১৬১ রানে ৬৪ রান করা থিরিমান্নে উইলিয়াম সভারভিলের বলে বিদায় নিলে তিন নম্বরে নামা কুশল মেন্ডিসও বিদায় নেন অল্প রানে। দ্রুত দুই উইকেট হারালেও একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক করুনাররত্নে।



promotional_ad

প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে দারুন ব্যাটিং করে তুলে নেন সেঞ্চুরি। ১২২ রান করে তিনি বিদায় নিলেও সে সময় জয়ের খুব কাছে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ২৫০ রানে কুশল পেরেরা ফিরলেও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।


অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৮ এবং ধনঞ্জয় ডি সিলভা ১৪ রানে ক্রিজে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, টম সামারভিল এবং এজাজ প্যাটেল নেন একটি করে উইকেট।


এর আগে দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান স্কোরবোর্ডে তুলে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। দলের পক্ষে বিজে ওয়াটলিং করেছিলেন সর্বোচ্চ ৭৭ রান। প্রথম ইনিংসে ২৪৯ রানে গুঁটিয়ে গিয়েছিল কিউইরা।


রস টেইলরের ব্যাট থেকে আসে ৮৬ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে কুশিল মেন্ডিস করেন সর্বোচ্চ ৫৩ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ 



নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ২৪৯/১০ (৮৩.২ ওভার) (টেলর ৮৬*; হ্যানরি ৪২; ধনঞ্জয়া ৫/৫৭)


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৬৭/১০ (৯৩.২ ওভার) (মেন্ডিস ৫৩, ম্যাথুস ৫০, ডিকওয়েলা ৬১; প্যাটেল ৫/৮৯) 


নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২৮৫/১০ (১০৬ ওভার) ( ওয়াটলিং ৭৭, লাথাম ৪৫, সমারভিলে ৪০*; এম্বুলদেনিয়া ৪/৯৯)


শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ২৬৮/৪ (৮৬.১ ওভার) (করুনারত্নে ১২২*, থিরামান্নে ৬৪*) (বোল্ট ১/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball