promotional_ad

চার প্রোটিয়ার প্রচেষ্টায় বদলে যাবে বাংলাদেশ?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


বাংলাদেশ দলের নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গো কাজ করবেন তারই স্বদেশী নেইল ম্যাকেঞ্জি, চার্লস ল্যাঙ্গেভেল্ট এবং রায়ান কুকের সঙ্গে। চারজন মিলে বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা ডমিঙ্গোর। 


একই সঙ্গে দল পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টিকে বাড়তি সুবিধা হিসেবেও দেখছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক এই কোচ। একই দেশের চারজনের মিলিত প্রচেষ্টায় দারুণ একটি ম্যানেজমেন্ট পাবে বাংলাদেশ বলে বিশ্বাস ডমিঙ্গোর।



promotional_ad

তার ওপর এর আগেও ম্যাকেঞ্জি এবং ল্যাঙ্গেভেল্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবমিলিয়ে ভালো কিছুর অপেক্ষাতে আছেন নতুন কোচ। তিনি বলেন, 'নেইল ম্যাকেঞ্জি (ব্যাটিং কোচ) এবং চার্ল ল্যাঙ্গেভেল্ট (পেস বোলিং কোচ) এই দলের অংশ।


আমি এর আগেও নেইল এবং চার্লের সঙ্গে কাজ করেছি দক্ষিণ আফ্রিকা দলের হয়ে। উপমহাদেশে তাদের কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং আবারো তাদের সাথে কাজ করতে পারাটা দারুণ।'   


অবশ্য সাকিব, তামিমদের পুরোপুরি বুঝে উঠতে যে বেশ কিছুটা সময় লাগবে সেটিও অস্বীকার করছেন না ৪৪ বছর বয়সী এই কোচ। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে নিজের বোঝাপড়ার ব্যাপারটিতে জোর দিচ্ছেন তিনি। 



বাংলাদেশ দলের নতুন এই কোচের ভাষ্যমতে, 'আমি মঙ্গলবার বাংলাদেশে পা রেখেছি এবং আমার কিছু সময় লাগবে সিস্টেমগুলো বুঝতে। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে বুঝতে হবে কিভাবে সব কাজ হয়।


প্রথম কয়েক সপ্তাহ বোঝাপড়া এবং মূল্যায়নের ব্যাপার যে আমরা এই মুহূর্তে কোথায় আছি এবং আমাদের কি নিয়ে কাজ করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball