promotional_ad

বলের আঘাতে আম্পায়ারের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


মাঠে বলের আঘাতে কোনো খেলোয়াড়ের মৃত্যু এর আগে একাধিকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। যার সর্বশেষ উদাহরণ ছিল অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিলিপ হিউজ। এবার তবে এবার কোনো খেলোয়াড় নয়, বলের আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে মাঠে দায়িত্বরত আম্পায়ারকে।


ওয়েলসের পেমব্রোকর্শায়ার কাউন্টি ডিভিশন টু-এর একটি ম্যাচে গত ১৩ জুলাই আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন ৮০ বছর বয়সী জন উইলিয়ামস। সে সময় মাথায় সজোরে বল লাগলে তাঁকে সঙ্গে সঙ্গে কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কোমাতে চলে যান তিনি।  



promotional_ad

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এরপর ১আগস্ট উইথিবুশ হাসপাতালে সরিয়ে নেয়া হয় উইলিয়ামসকে। কিন্তু সেখানেও অবনতি হয় তাঁর অবস্থার। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৫ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি। 
 
উইলিয়ামসের মৃত্যুতে এরই মধ্যে শোকবার্তা জানিয়েছে পেমব্রোকশায়ার ক্রিকেট ক্লাব, হান্ডেলটন ক্রিকেট ক্লাবসহ আরো কয়েকটি ক্রিকেট দল। এক টুইটে পেমব্রোকশায়ার ক্রিকেট ক্লাব লিখেছে


'পরিবারের সদস্যদের সাহচর্যের মধ্যেই জন উইলিয়ামস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পেমব্রোকশায়ার ক্রিকেট পরিবারের সবাই তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।'


ঘটনার দিন মাঠে উপস্থিত আরেক আম্পায়ার রবার্ট সিমন্স বলেন, 'ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে তিনি অনেক ভদ্র একজন মানুষ ছিলেন। তিনি তাঁর জীবনের একটি বড় অংশ এই খেলায় দিয়েছেন। ৮০ বছর বয়সেও তিনি দায়িত্ব পেয়েছেন আম্পায়ার হিসেবে। আমি তাঁর সঙ্গে ছিলাম। এটি আসলেই হৃদয়বিদারক।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball