promotional_ad

জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গল টেস্টে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ দিনে তাদের দরকার ১৩৫ রান। হাতে আছে ১০ উইকেট। চতুর্থ দিন শেষে লঙ্কানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রান।


শনিবার (১৭ আগস্ট) নিউজিল্যান্ডের দেওয়া ২৬৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে (৭১) এবং লাহিরু থিরামান্নে (৫৭)।


এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯৫ রান করে তৃতীয় দিন শেষ করে কিউইরা।  চতুর্থদিনে ২৮৫ রান করতেই গুটিয়ে যায় কেন উইলিয়ামসনদের ইনিংস। দলটির সংগ্রহকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন টেলএন্ডাররা।



promotional_ad

আগের দিন ৬৩ রানে অপরাজিত থাকা বি জে ওয়াটলিংকে ৭৭ রানে সাজঘরে ফিরিয়ে দিনের প্রথম উইকেট নেন লাহিরু কুমারা। এরপর বোল্টের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন সমারভিল। দলীয় ২৬০ রানের মাথায় বোল্টকে (২৬) নিজের দ্বিতীয় শিকার বানান কুমারা।


শেষ উইকেটে অ্যাজাজ প্যাটেলকে নিয়ে কিউইদের আরো ২৫ রান যোগ করেন সমারভিল। প্যাটেল (১৪) এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ধনাঞ্জয়া ডি সিলভার বলে। আর তাতেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। শেষ পর্যন্ত ৪০ রানে অপরাজিত ছিলেন সমারভিল। 


সংক্ষিপ্ত স্কোরঃ


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ২৪৯/১০ (৮৩.২ ওভার) (টেলর ৮৬*; হ্যানরি ৪২; ধনঞ্জয়া ৫/৫৭)



শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৬৭/১০ (৯৩.২ ওভার) (মেন্ডিস ৫৩, ম্যাথুস ৫০, ডিকওয়েলা ৬১; প্যাটেল ৫/৮৯) 


নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২৮৫/১০ (১০৬ ওভার) ( ওয়াটলিং ৭৭, লাথাম ৪৫, সমারভিলে ৪০*; এম্বুলদেনিয়া ৪/৯৯)


শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ১৩৩/০ (৫০ ওভার) (করুনারত্নে ৭১*, থিরামান্নে ৫৭*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball