বাংলাদেশ দলের ফিল্ডাররা বেসিকই জানে না!

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে মুশফিকুর রহিম যদি কেন উইলিয়ামসনের রান আউটটায় গোলমাল পাকিয়ে না ফেলতেন কিংবা তামিম ইকবাল রোহিত শর্মার ক্যাচটা ঠিক ভাবে নিতে পারতেন তবে টুর্নামেন্ট শেষে হয়তো ৮ নম্বরে থাকতে হতো না বাংলাদেশকে।
বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপকালে টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক জানিয়েছিলেন বাংলাদেশ দলের ফিল্ডাররা বেসিকই জানে না।

এ প্রসঙ্গে পাপন বলেছেন, 'ফিল্ডিং কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পারফর্মেন্স এমন হলো কেন। সে অনেক জিনিস দেখিয়েছে, অনেক কথা বলেছে একটা জিনিস আমাদের মনে লেগেছে, সে বলেছে দেখো জাতীয় দলে যখন আসে তখন আমি ফিল্ডিংটাকে উন্নত করাতে পারি। কিন্তু বেসিকতো শিখাতে পারবো না। ওরাতো বেসিকই জানে না।'
ফিল্ডিংয়ের উন্নতি করা সম্ভব হলেও এই পর্যায়ে বেসিক শেখানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। তিনি মনে করেন এইচপি, অনূর্ধ্ব ১৯ , 'এ' দল থেকেই বেসিক শেখানো উচিত।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এভাবেই গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তাঁর বিশ্বাস আগামী দুই বছরের মধ্যে ভালো একটি দল পাবেন তাঁরা। যে দলটি ফিল্ডিংয়েও পূর্ণতা লাভ করবে।
নাজমুল হাসানের ভাষ্য, 'এই বেসিক শিখতে হবে ওদেরকে আরো আগেই। এইচপি, অনূর্ধ্ব ১৯ , এ দল সেখান থেকে আমাদের বেসিক শিখানো শুরু করতে হবে। ফিল্ডিংয়ে বেসিক যেন আগে থেকে শুরু হয় এবং ফিটনেস নিয়ে আমরা কাজ করছি। আশা করি আগামী ২ বছরের মধ্যে আমরা ভালো একটি দল পাবো।'