promotional_ad

ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার আইন ভঙ্গ করেঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার আইন ভঙ্গ করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


তিনি জানিয়েছেন, যারাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে তারাই আইন ভঙ্গ করেছে। ফলে বিসিবি বারবার তাদের বাধা দিয়েছে। বিসিবি বারবাব বিপিএলের আইন পরিবর্তন করে, এমন যে অভিযোগটি এসেছে তা সত্য নয় বলে জানিয়েছেন নাজমুল হাসান।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আইন পরিবর্তন করলাম কখন আমরা? এই কথাটা কেউ বলে না যে যাদের নিয়ে আসছেন তাদের প্রত্যেকে প্রতিবার আইন ভঙ্গ করে, আমরা এতে বাধা দেই। আমরা আইন পরিবর্তন করি না। যতগুলো উদাহরণ এসেছে আপনি একটা একটা করে দেখেন। আমরা কখন আইন পরিবর্তন করলাম? এবারও তারা আইন ভেঙ্গেছে।'


বিপিএলে রিটেনশন পদ্ধতি থাকার পরও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই বিপিএলের। তাই এই বিষয়ে বাধা দিয়েছে বিসিবি।


আইন পরিবর্তন করা হয়নি বলে দাবি বিসিবি সভাপতির। এর আগেও এভাবে অনেক ফ্র্যাঞ্চাইজি আইন ভঙ্গ করেছে বলে দাবি করেছেন নাজমুল হাসান। বিসিবি বারববার আইন বদলাচ্ছে, মিডিয়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন বক্তব্য ঠিক নয় বলে মনে করেন তিনি।



নাজমুল হাসানের ভাষায়, 'রিটেনশন থাকার পরেও সেই সুযোগ না দিয়ে তারা নিজেরা নিজেরা বদলাচ্ছে। এমনটা হতেই পারে কারণ এটি তো আইনে নেই। আমরা বাঁধা দিয়েছি, পরিবর্তন করিনি তো। এর আগেও যেটি হয়েছে প্রত্যেকটি উদাহরণ। আপনারা যারা আইন ভঙ্গ করছে তাদের দিয়ে এনে বলাচ্ছেন যে বার বার নিয়ম বদল আমরা মানি না, এটা ঠিক না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball