promotional_ad

২ মাস সময় চেয়েছেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজের অবসরের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দুই মাস সময় চেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে এখন পর্যন্ত নিজের ভবিষ্যত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তিনি। 


এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, 'মাশরাফি এসেছিল দুই কারণে। সাকিবের সঙ্গে আমাদের পরশু দিনের আগের দিন আমার সঙ্গে ও বসেছিল। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। মাশরাফিও একজন অধিনায়ক তাকেও তাই জানানো হলো।'



promotional_ad

এদিকে মাশরাফির বিদায় রাঙিয়ে রাখতে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করার যে পরিকল্পনা ছিল সেটি এখনই হচ্ছে না বলে জানান বিসিবি প্রধান।


মাশরাফির সঙ্গে আলাপ করার পর তিনি পাপন বলেন, 'আরেকটা জিনিস ছিল একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কিনা। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও কি মনে করে। ও এত তাড়াতাড়ি খেলতে চায় না। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোন ওডিআই নেই। সেজন্য এক্ষুনি না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে ওর পরিকল্পনা কি। সেটা চিন্তা করেছে। আমরা বলেছি ওকে।'


গত বিশ্বকাপে বল হাতে একেবারেই নিস্প্রভ ছিলেন মাশরাফি। মাত্র একটি উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন তিনি। অধিনায়ক হিসেবেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হন মাশরাফি। এরপরেই তাঁর অবসর নিয়ে শুরু হয় জল্পনা। যদিও মাশরাফি নিজে তাঁর অবসরের ব্যাপারটি খোলাসা করেননি। 



তিনি বলেছিলেন, 'আমার কাছে মনে হয় এখানেও পেশাদারিত্ব দেখানো উচিৎ। আমি এভাবেই দেখি। আমার জায়গাটা সবসময় পরিষ্কার। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আমি নিজের সেরাটা পারফর্ম করতে পারিনি। অধিনায়ক হিসেবেও সেরাটা দিতে পারিনি। সবার প্রত্যাশা ছিল দল সেমিফাইনালে যাবে। আমরা সেখানেও ব্যর্থ। প্রশ্নগুলো আসতেই পারে। আমি এভাবেই দেখছি আসলে। এর বেশি ভাবার সুযোগও নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball