শান্তকে অধিনায়ক করে এইচপির দল ঘোষণা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য হাই পারফর্মেন্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শান্তর সহকারী হিসেবে রাখা হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি একদিনের এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে বিসিবির এইচপি দল। সিরিজটিকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশের এসে পৌঁছেছে লঙ্কান দল।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মেন্সের কারণে এইচপি দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান এবং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বিপিএলের গত আসরে খেলা লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিকেও রাখা হয়েছে দলে।
জাতীয় টেস্ট দলের স্পিনার নাঈম হাসানও এইচপির স্কোয়াডের বড় চমক। আগামী রবিবার (১৮ আগস্ট) বিকেএসপিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার (২১ অগাস্ট)।
২৪ আগস্ট সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ২৭ অগাস্ট থেকে খুলনাতেই শুরু হবে প্রথম চারদিনের ম্যাচে। আগামী ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচে।
বিসিবি এইচপি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, ইয়াসির আলী রাব্বি (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলি অনিক, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানবির ইসলাম।
স্টান্ড বাই: মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদীন হাসান, ইরফান হোসেন, সাব্বি হোসেন, মেহেদী হাসান রানা।