শাস্ত্রী কোচ হওয়ায় সহজ হলো বিসিবির কাজ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। রবি শাস্ত্রীকেই প্রধান কোচ হিসেবে বহাল রেখেছে কপিল দেবের নেতৃত্বাধীন কোচ নিয়োগ কমিটি (সিএসএ)। ভারতের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুতরা।


তবে সবাইকে পেছনে ফেলে শাস্ত্রীকেই প্রধান কোচ হিসেবে রেখে দিয়েছে ভারত। ফলে, বাংলাদেশের কোচ নিয়োগ প্রক্রিয়াটাও কিছুটা সহজ হয়ে গেছে। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংক্ষিপ্ত তালিকায় আছেন।


promotional_ad

স্টিভ রোডসের বিদায়ের পর থেকেই প্রধান কোচ খুঁজছে বাংলাদেশ। এরই মধ্যে সাক্ষাৎকার দিয়ে গেছেন সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। গত ১৪ আগস্ট বিসিবিতে হেসনের সাক্ষাৎকার দেয়ার কথা থাকলেও তিনি আসেননি।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল নির্ধারিত দিনে হেসন আসতে না পারলে তাঁর জন্য অপেক্ষা করবেন তারা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নামিদামি কোচদের পছন্দের তালিকায় ভারতের পরই আছে বাংলাদেশ। তাই দ্রুতই কোচ নিয়োগ দেয়ার সুযোগ তৈরি হয়েছে বিসিবির সামনে।


পরিসংখ্যানের মাপকাটিতে ডমিঙ্গোর চেয়ে অনেকটাই এগিয়ে হেসন। নিউজিল্যান্ডকে ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ৫৯ টি টোয়েন্টির মধ্যে শতকরা ৫০ শতাংশের (৩০ জয়, ২৪ হার) বেশি সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। 


বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ হিসেবে চাকরির মেয়াদ ছিল হেসনের। তবে টুর্নামেন্টের অনেক আগেই পারিবারিক কারণে পদত্যাগ করেন তিনি। এবার আবারও আন্তর্জাতিক অঙ্গনে কোচিং করানোর আগ্রহ জন্মেছে তাঁর। এর ফলেই ভারত এবং বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball