promotional_ad

গল টেস্টে বোলারদের রাজত্ব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিন শেষে ২২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। দিন শেষে উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা ৩৯ রান এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান সুরঙ্গা লাকমল ২৮ রানে অপরাজিত আছেন।  


আজ দ্বিতীয় দিন ৫ উইকেটে ২০৩ রান নিয়ে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে এরপর আর খুব বেশিদূর এগোতে পারেনি তারা। অলআউট হয়েছে ২৪৯ রানে। অর্থাৎ মাত্র ৪৬ রানে বাকি ৫ উইকেট হারিয়েছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেটই তুলে নিয়েছেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল।  আর আগের দিন ৮০ রান খরচায় ৫ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিংয়ে ধ্বস নামানোর মূলে ছিলেন স্পিনার আকিলা ধনঞ্জয়া।


নিউজিল্যান্ডের এই রানের জবাবে কুশিল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথুসে জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২২৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। এই দুই ব্যাটসম্যান ছাড়াও অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩৯ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। আর একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং উইলিয়াম সমারভিল। 


এর আগে টেস্টের প্রথম দিন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে স্বস্তিতে কাটাতে পারেনি নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে ৬৮ ওভার। কিউইদের সংগ্রহ ৫ উইকেটচহারিয়ে ২০৩ রান। ৫টি উইকেটই নিয়েছেন ধনঞ্জয়া।



promotional_ad

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। ৩০ রান করা টম লাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ৬৪ রানের ওপেনিং জুটি ভাঙেন ধনঞ্জয়া। এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন শূন্য রানে। কিউইদের আরেক ওপেনার জিৎ রাভালকেও ব্যক্তিগত ৩৩ রানের নিজের তৃতীয় শিকার বানান ধনঞ্জয়া।


মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এবং হ্যানরি নিকোলস। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১০০ রান। ৪২ রান করা নিকোলসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ধনঞ্জয়া।


এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়েটলিংকে ব্যক্তিগত এক রানে একই কায়দায় আউট করেছেন ধনঞ্জয়া। লাঞ্চের খানিক পরেই বৃষ্টি নেমেছিল। ১৭৯ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বৃষ্টির পর আর উইকেট হারাতে দেননি টেলর এবং মিচেল স্যান্টনার।


দুজনে মিলে দিন শেষ করেন ২০৩ রানে। টেলর ১৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। ২১ বল খেলে স্যান্টনার অপরাজিত আছেন ৮ রান করে। ২২ ওভারে ৫৭ রান দিয়ে ধনঞ্জয়ার শিকার ৫ উইকেট। 


সংক্ষিপ্ত স্কোরঃ



নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ২৪৯/১০ (৮৩.২ ওভার) (টেলর ৮৬*; হ্যানরি ৪২; ধনঞ্জয়া ৫/৫৭)


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২২৭/৭ (৮০ ওভার) (মেন্ডিস-৫৩; প্যাটেল-৫/৭৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball