দেশ ছেড়েছেন জাহানারা-সালমারা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেছেন তাঁরা। নেদারল্যান্ডসে প্রস্তুতি শেষ করে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে স্কটল্যান্ডে যাবে জাহানারা-সালমারা।
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরেই ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের মেয়েরা। ঈদের আগে (৮-১১ আগস্ট) টানা চারদিন অনুশীলনে ব্যস্ত ছিল তাঁরা। নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন নিগার-সালমারা।
স্বাগতিক নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর সেখান থেকে ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবেন সালমা-নিগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর মেয়েরা ব্যস্ত সময় পার করবেন। এরপর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
বাংলাদেশ ছাড়াও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে আয়ারল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং স্বাগতিক স্কটল্যান্ড।

বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুস্থিত হতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।
গ্রুপ পর্বে পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সবমিলিয়ে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনালের জন্য লড়বে।
বিশ্বকাপ বাছাইপর্বে মেয়েদের ম্যাচের সূচিঃ
প্রস্তুতি ম্যাচের সূচিঃ
২৯ আগস্টঃ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস (আরব্রোথ স্পোর্টস ক্লাব)।
টুর্নামেন্টের ম্যাচের সূচিঃ
৩১ আগস্টঃ
বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব)।
১ সেপ্টেম্বরঃ
যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ (আরব্রোথ স্পোর্টস ক্লাব)।
৩ সেপ্টেম্বরঃ
স্কটল্যান্ড বনাম বাংলাদেশ (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব)।
৫ সেপ্টেম্বরঃ
এ ১ বনাম বি ২ (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব),
বি ৩ বনাম এ ৪ (আরব্রোথ স্পোর্টস ক্লাব),
বি ১ বনাম এ ২ (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব),
এ ৩ বনাম বি ৪ (আরব্রোথ স্পোর্টস ক্লাব)।
৭ সেপ্টেম্বরঃ
তৃতীয় বনাম চতুর্থ স্থানের প্লে অফ (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব),
সপ্তম বনাম অষ্টম প্লেস প্লে অফ (আরব্রোথ স্পোর্টস ক্লাব),
ফাইনাল (ফরফারশায়ার ক্রিকেট ক্লাব)।