promotional_ad

এক দশকের সেরা ব্যাটসম্যান কোহলি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই ইনিংসের কল্যাণে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দলকে জয় এনে দেয়ার পাশাপাশি নতুন একটি রেকর্ডেও নাম লেখান কোহলি।



promotional_ad

নিজের ৪৩তম সেঞ্চুরি তুলে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক দশকে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ২০ হাজার ৫০২ রান। এর মধ্যে ২০ হাজার ১৮ রানই এসেছে গত দশ বছরে।   


কোহলির পর এক দশকে সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহকের তালিকায় আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (১৮৯৬২), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৬৭৭৭), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (১৬৩০৪), কুমার সাঙ্গাকারা (১৫৯৯৯), ভারতের শচিন টেন্ডুলকার (১৫৯৬২), রাহুল দ্রাবিড় (১৫৮৫৩) এবং সদ্য অবসর নেয়া হাশিম আমলা (১৫১৮৫)। 
 
এক দশকে ২০ হাজার রান করার কীর্তির পাশাপাশি কোনো একটি দেশের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন কোহলি। একই সঙ্গে কিংবদন্তী শচিন টেন্ডুলকারের পাশে নাম লেখান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শচিন এবং কোহলির সেঞ্চুরি সংখ্যা এখন সমান ৯টি।  



এদিকে ওয়ানডেতে আর মাত্র একটি সেঞ্চুরি করতে পারলেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে উঠে আসবেন কোহলি। অধিনায়ক হিসেবে ২৩০ ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি পেয়েছেন পন্টিং। যেখানে কোহলি মাত্র ৮০ ম্যাচেই ২১টি সেঞ্চুরি তুলে নিয়েছেন।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball