promotional_ad

এখনই অবসর নয়ঃ গেইল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন ক্রিস গেইল- এমনটাই গুঞ্জন ছিল ম্যাচের আগে। তবে পোর্ট অফ স্পেনে আয়োজিত ম্যাচটি শেষে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গেইল নিজেই। 


এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না তিনি।  ক্যারিবিয়ান এই ওপেনার বলেন, 'আমি এখনও অবসরের ব্যাপারে কোনো ঘোষণা দেইনি।' 


promotional_ad

এর আগে ইংল্যান্ড বিশ্বকাপের পর পরই অবসরে যাবেন বলে জানিয়েছিলেন গেইল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ধারণা করা যাচ্ছিলো ভারতের বিপক্ষে সিরিজটিই তাঁর ক্যারিয়ারের শেষ। কিন্তু এসকল জল্পনায় জল ঢেলে দিয়েছেন ইউনিভার্স বস। 


ঠিক ক??ে অবসর নিবেন গেইল এই বিষয়ে ধারণা নেই ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডারেরও। তবে গেইলের ভূয়সী প্রশংসা করতে ভুল করেননি তিনি। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫ ছয় এবং ৮ চারের সাহায্যে ৪১ বলে ৭২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন গেইল। তাঁর এই ইনিংসের সুবাদে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। 


ম্যাচ শেষে হোল্ডার বলেন, 'আমার জানা মতে, সে অবসর নেয়নি। তবে আজকের ম্যাচটি তাঁর ক্যারিয়ারের জন্য একটি উদাহরণ। সে যেভাবে খেলেছে তা দুর্দান্ত। সে আমাদের একটি ভালো শুরু এনে দিয়েছিল। সে বিনোদিত করেছিল সবাইকে, একই সঙ্গে নিজের উপস্থিতিও জানান দিয়েছিল। এমন ক্রিস গেইলকেই বছরের পর বছর ধরে মানুষ প্রত্যাশা করে আসছে।  


ক্রিস গেইলের মতো ক্রিকেটারের সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন হোল্ডার। ওয়ানডেতে দেশের শীর্ষ রান সংগ্রাহকের সঙ্গে খেলতে পেরে যথেষ্ট আনন্দিতও তিনি। ক্যারিবিয়ান দলপতির ভাষায়, 'আমার জন্য ক্রিস গেইল অনেক বড় কিছু। আমি যথেষ্ট ভাগ্যবান তাঁর সঙ্গে অনেক সময় অতিবাহিত করতে পেরে একজন বন্ধু হিসেবে এবং তাঁকে চিনতে পেরেছি ব্যক্তি হিসেবে। সে একটি রত্ন বিশেষ। আমি মনে করি সে নিজেও এর জন্য গর্বিত বোধ করতে পারে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball