ঈদের দিন দুঃসংবাদ শুনলেন সৌম্য
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ থেকেই অফফর্মে আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। দুঃসময় যেন কাটছেই না তাঁর। এবার ঈদের দিনও শুনলেন দুঃসংবাদ। হিন্দু ধর্মাবলম্বী হলেও প্রতিবারই ঈদ উৎসবে মেতে ওঠেন সৌম্য। উৎফুল্ল মনোভাবের সঙ্গে বরাবরের মতো এবারও নিজ জেলা সাতক্ষীরায় ফিরে যান তিনি। তবে এবার ঈদ উৎসবে ভাটা পড়েছে সৌম্যর। বাবা কিশোরী মোহনের রক্তে ডেঙ্গুর ভাইরাস পাওয়া যাওয়ায় বাবাকে নিয়ে আজ বিকেলের ফ্লাইটেই ঢাকা এসেছেন সৌম্য।
অবশ্য জ্বর এখনও মাত্রা ছাড়ায়নি সৌম্যের বাবা মোহনের। কয়েক সপ্তাহ ঢাকায় থাকার পর গত ৭ আগস্ট তিনি সাতক্ষীরায় ফিরে যান মোহন। এরপর ঈদের আগের রাত থেকে শারীরিক সমস্যার সম্মুখীন হন তিনি।
জ্বরের সঙ্গে শরীরে তীব্র ব্যথার লক্ষণ দেখা দিলে ঈদের দিন সকাল ১১ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে রক্ত পরীক্ষা করান তিনি। রিপোর্টে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরী মোহন।

এই ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ড. অসীন কুমার সরকার। তিনি বলেন, 'উনি সকাল ১১ টায় হাসপাতালে আসে। রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পরে। রক্তে প্ল্যাটিলেট কিছুটা কম।
তবে অবস্থা অতোটা তীব্র নয়। ওনার ছেলেরা ওনাকে বিকেলেই ঢাকা নিয়ে গেছেন। সেখানে কোনও হাসপাতালে চিকিৎসা নেবেন।'
জানা গেছে, প্লাটিলেট কমে ১ লাখ ৩১ হাজারে নেমেছে সৌম্যের বাবার। যদিও এই ব্যাপারে দুশ্চিন্তা নেই স্বয়ং মোহনের।
তিনি বলেন, 'ঢাকার বাসায় ১০-১২ দিন থাকার পর সাতক্ষীরার বাড়িতে ফিরেছি ৭ আগস্ট। রোববার রাতে জ্বরের সঙ্গে শরীর ব্যথা করতে থাকে। আজ সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু ভাইরাস ধরা পড়েছে।
প্লাটিলেট কাউন্টও একটু কমে ১ লাখ ৩১ হাজারে দাঁড়িয়েছে। ডাক্তাররা বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ছেলেরা শুনতে চাচ্ছে না। সন্ধ্যার ফ্লাইটে যশোর থেকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেব।'