দুই নৌকায় পা রাখছেন হেসন?
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পছন্দের কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন মাইক হেসন। এশিয়ার এই দুটি দেশের মধ্যে যেকোনো এক দেশের কোচ হওয়ার জন্য উদগ্রীব নিউজিল্যান্ডের সাবেক এই কোচ।
হেসন ছাড়াও বিসিসিআইয়ের পছন্দের তালিকায় আছেন আরও পাঁচজন কোচ। এরা হলেন শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি, সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিল সিমন্স, ভারতের সাবেক ম্যানেজার লালচাঁদ রাজপুত, ভারতের সাবেক ফিল্ডিং কোচ রবিন সিং এবং ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী।
এই ছয়জনের ইন্টার্ভিউ নেবেন বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর (কোয়া) অধীনে থাকা ক্রিকেট অ্যাডভাইজোরি কমিটি (সিএসি)। ১৬ আগস্ট ভারতের মুম্বাইতে সকাল থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই ইন্টার্ভিউ।

সিএসির তিন সদস্য কপিল দেব, আনশুমান গেকোয়াদ এবং শান্তা রাঙ্গাস্বোয়ামী এই ছয়জন কোচ পদপার্থীর ইন্টার্ভিউ নেবেন।
কোচ হিসেবে হেসনকে বেশ পছন্দ করেছে বিসিবি। ভারতে যাওয়ার আগে ইন্টার্ভিউ দিতে ঢাকায় আসবেন হেসন। বিসিবির ঘনিস্ট এক সুত্রে জানা গেছে আগামী ১৪ আগস্ট ঢাকায় আসবেন হেসন।
অবশ্য হেসনের বাংলাদেশে আসা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিসিবি। সেদিন কোনো কারণে বাংলাদেশের আসতে না পারলে বিসিবি তাঁর জন্য অপেক্ষা করবে বলে জানা গেছে।
বিসিবির পছন্দের তালিকায় বেশ কয়েকজন কোচ থাকলেও বিশ্বস্ত সুত্র থেকে জানা গেছে এখন লড়াইটা চলছে হেসন এবং কয়েকদিন আগে ইন্টার্ভিউ দিয়ে যাওয়া প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর মধ্যে।
কোচ হিসেবে সাফল্যের পাল্লা বেশ ভারী মাইক হেসনের। নিউজিল্যান্ডকে ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ৫৯ টি টোয়েন্টির মধ্যে শতকরা ৫০ শতাংশের (৩০ জয়, ২৪ হার) বেশি সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড।
কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ হিসেবে চাকরির মেয়াদ ছিল হেসনের। তবে টুর্নামেন্টের অনেক আগেই পারিবারিক কারণে পদত্যাগ করেন তিনি। এবার আবারও আন্তর্জাতিক কোনো দলের হয়ে কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।