promotional_ad

হেসন-ডমিঙ্গো থেকেই একজনকে বেছে নেবে বিসিবি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাক্ষাৎকার দিতে আসছেন আগামী ১৪ আগস্ট। সোমবার এমনটাই জানিয়েছে বিসিবি।


তবে হেসনের বাংলাদেশে আসা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিসিবি। সেদিন কোনো কারণে বাংলাদেশের আসতে না পারলে বিসিবি তাঁর জন্য অপেক্ষা করবে বলে জানা গেছে।



promotional_ad

কদিন আগেই বিসিবিতে সাক্ষাৎকার দিয়ে গেছেন সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে ছিলেন পল ফারব্রেস এবং চান্দিকা হাথুরুসিহেও।


বিসিবির বিশ্বস্ত সুত্র থেকে জানা গেছে এখন লড়াইটা চলছে হেসন এবং ডমিঙ্গোর মধ্যে। কদিন আগেই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের দায়িত্ব ছেড়েছেন হেসন।


ফলে তাঁর বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বাংলাদেশ ছাড়াও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন এই কিউই। এদিকে, গত বছরের মে মাসে কোচ খোঁজার দায়িত্ব দেয়া হয়েছিল প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনকে।



তাঁর পরামর্শেই কোচ করা হয় স্টিভ রোডসকে। তবে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফর্মেন্স এবং দলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় বিসিবি তাঁর সঙ্গে পারস্পরিক সমঝোতায় ১৩ মাসের সম্পর্ক ছিন্ন করেছে। 


এবার কোচ নিয়োগের জন্য বিশেষ কোনো কমিটি নেই, কোচ খোঁজার জন্য বিশেষ কোনো প্রক্রিয়াও অনুসরণ করছে না বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার প্রধান লক্ষ্যই এখন বড় নামের কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়া। সেই পথেই এগোচ্ছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball