promotional_ad

ঘুচলো না ১৪ বছরের দীর্ঘশ্বাস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


২০০৫ সালে প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সেবার সিরিজটিতে বাংলাদেশকে লড়াই করতে হয়েছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালি দলের বিপক্ষে। তবে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করে যুব দল।


সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে তারা। সেই অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেন আজকের সাকিব, তামিম, মুশফিকরা। ১৪ বছর আগেই নিজেদের সামর্থ্যের জানান দিতে সক্ষম হন তারা। সাকিবদের সেই সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ ছিলো আকবর, তৌহিদদের সামনেও। 


ভারত অনূর্ধ্ব ১৯ দলকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারতেন তাঁরাও। কিন্তু সে আশা গুঁড়ে বালি। কারণ ফাইনালে প্রিয়াম গার্গের নেতৃত্বাধীন ভারত যুব দলের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে আকবর আলির দল।  


এদিন হোভের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ যুবাদের দেয়া ২৬২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই টপকে যায় ভারত অনূর্ধ্ব ১৯ দল। এর ফলে ১৪ বছরের দীর্ঘশ্বাস ঘুচাতে ব্যর্থ হলো বাংলাদেশ যুবারা। 



promotional_ad

ভারতের বিপক্ষে ফাইনাল এই ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি। এরপর খেলতে নেমে নিজের ব্যাটিং কারিশমা দেখান ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এক ছয় এবং ৯ চারের সাহায্যে খেলেন ১৩৪ বলে ১০৯ রানের দারুণ একটি ইনিংস। 


দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার না হলে ইনিংস আরো বড় করতে পারতেন তিনি। জয়ের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমনও। ৩ ছয় এবং ৭ চারের মাধ্যমে ৬৪ বলে ৬০ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। 


এছাড়াও লোয়ার অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন ৩২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৬১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ভারতের হয়ে দুই পেসার কার্তিক তিয়াগি এবং সুশান্ত মিশরা ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়াও স্পিনার রবি বিশ্বনি এবং শুভাং হেগডি। বাকি চারটি উইকেটই ছিল রান আউট।  


২৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভারত অনূর্ধ্ব ১৯ দলের প্রথম তিন ব্যাটসম্যানই পান হাফসেঞ্চুরির দেখা। দুই ওপেনার ইয়াশাসভি জাইসওয়াল ও দিভইয়ানশ সাক্সেনা উদ্বোধনী জুটি গড়েন ১০৪ রানের। জাইসওয়াল ৫০ ও সাক্সেনা ৫৫ রানের ইনিংস খেলে আউট হন। 


এরপর অধিনায়ক প্রিয়াম গার্গ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলের ব্যাটে জয় পেতে বেগ পেতে হয়নি ভারত অনূর্ধ্ব ১৯ দলকে। গার্গ ৭৩ রান করে সাজঘরে ফিরলেও ৫৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন জুরেল। বাংলাদেশ যুবাদের পক্ষে বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ৫৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন  মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শরিফুল ইসলাম। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ঃ ২৬১/১০ (৫০ ওভার) (জয়-১০৯, ইমন-৬০; তিয়াগি-২/৪৯, মিশরা-২/৩৩) 


ভারত অনূর্ধ্ব ১৯ঃ  ২৬৪/৪ (৪৮.৪ ওভার) (গার্গ- ৭৩, জুরেল-৫৯*; রকিবুল-২/৫৫, শরিফুল-১/৪২) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball