promotional_ad

দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন কুম্বলে

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


কদিন আগেই কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন তাঁরই সাবেক সতীর্থ্য অনিল কুম্বলে।


তিনি মনে করেন সব পেশাতেই স্বার্থের সংঘাত আছে এবং থাকবে। ভারতীয় এই স্পিনারের ধারণা পেশাদার ক্রিকেটারদের স্বার্থের সংঘাত ঘটবেই। এটা বোর্ড কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই দেখার বিষয় বলে জানিয়েছেন তিনি। নিজেদের দায়িত্ব যদি ঠিক ভাবে পালন করে তবে এই বিষয়টি নিয়ে ভাবার কোনো কারণ নেই বলে মনে করেন তিনি। 



promotional_ad

এ প্রসঙ্গে কুম্বলে বলেন, 'ভারতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩০০ জনের মতো ক্রিকেটার। অর্ধেক বেঁচে আছেন। খুব কম সাবেক ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন। তাই যারা দায়িত্ব পালন করছেন, তাদের এভাবে অনুৎসাহিত করলে, সেটা দেশের ক্রিকেটের জন্য খারাপ হবে। তদুপরি এ ধরনের কিছু দেখতে না চাইলে, ক্রিকেটের সঙ্গে জড়িত নয় এমন লোকদের অ্যাসোসিয়েশন, ক্লাব, ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দিতে হবে।'


এর আগে টুইটারে বিসিসিআইয়ের ওপর ক্ষুদ্ধ হয়ে গাঙ্গুলি লিখেছেন, 'দ্রাবিড়কে স্বার্থের সংঘাত ইস্যুতে নোটিস পাঠিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেটে এ এক নতুন ট্রেন্ড। এটা নিয়মিত খবরে থাকার ভালো উপায়। ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন।'


ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন কোম্পানি ইন্ডিয়া সিমেন্টসের সহসভাপতি হিসেবে আছেন তিনি।



একই সঙ্গে একাধিক পদে অধিষ্ঠ থাকায় দ্রাবিরের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। সেই অভিযোগ আমলে নিয়েই দ্রাবিড়কে নোটিশ পাঠিয়েছে বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball