promotional_ad

ক্রিকেটে ফিরতে চান নিষিদ্ধ শারজিল

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


৩০ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা পাকিস্তানের টেস্ট ওপেনার শারজিল খানের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে পুনরায় খেলায় ফিরতে দোষ স্বীকার করতে হবে এবং দুর্নীতি দমন কর্পোরশনের পুনর্বাসনে অংশগ্রহণ করতে হবে।


শারজিলকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল ৫ বছরের জন্য। ২০১৭ সাল থেকে তাঁর শাস্তি শুরু হয়েছে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন তিনি।



promotional_ad

চলতি বছরের শুরুতেই পিসিবি জানিয়েছিল তাঁর অর্ধেক শাস্তি স্থগিত করা হয়েছে। এই ওপেনার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে বেশ কয়েকটি মৌসুমে খেলেছেন।২০১৭ সালে তিনি লেফঃ জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক জিয়ার নেতৃত্বাধীন পিসিবির দুর্নীতি বিরোধী ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হয়েছিলেন।


শারজিল ছাড়াও জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে খালিদ লতিফ, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ নওয়াজ, নাসির জামশেদ এবং শাহজাইব হাসান দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই ক্রিকেটাররাও বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করছেন। 


পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত কায়েদ-ই-ই আজম ট্রফিতেই ফিরতে পারেন শারজিল। তবে এর আগে নিজের দোষ স্বীকার করতে হবে তাঁকে এবং দুর্নীতি দমন কর্পোরশনের পুনর্বাসনে অংশগ্রহণ করতে হবে।



শারজিলের আইনজীবী শাইগান এজাজ বলেছেন, তারা ইতিমধ্যে পিসিবিকে চিঠি দিয়েছিল যে তার ক্লায়েন্ট পুনর্বাসন প্রক্রিয়া কাটাতে প্রস্তুত যাতে তিনি ক্রিকেট খেলায় ফিরতে পারেন। 


এ প্রসঙ্গে শারজিলের আইনজীবী বলেন, 'শারজিল আবারও ক্রিকেটে ফিরতে চায় এবং পিসিবির কাছ থেকে আমরা উত্তর পাবার পর আমরা বলতে পারবো ব্যাপারটি কোথায় দাঁড়ায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball