promotional_ad

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করল বাংলাদেশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন সালমা খাতুন।


ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি রুমানা আহমেদের। হাঁটুর চোটে স্কটল্যান্ডের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। শুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি মহিলা উইংয়ের ম্যানেজার নাজমুল আবেদীন। 


তিনি বলেন, 'হাঁটুর চোট সারতে ‘বেশ সময় দরকার’ রুমানার, তাই বিশ্বকাপ বাছাইয়ে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ মহিলা দলের ওয়ানডে অধিনায়ককে। ৩১ আগস্ট শুরু হয়ে বিশ্বকাপ বাছাই চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।'



promotional_ad

এদিকে ১৪ জনের স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এরা হলেন সুরাইয়া আজমিম, লতা মন্ডল এবং শারমিন আক্তার সুপ্তা। স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে কপাল খুলতে পারে তাঁদের।


এছাড়া স্কোয়াডে আছেন অভিজ্ঞ জাহানারা আলম, আয়েশা রহমান, খাদিজা তুল কুবরা এবং সানজিদা ইসলামদের মত ক্রিকেটাররা। পাশাপাশি ফাহিমা খাতুন, ফারজানা হক পিঙ্কি এবং নিগার সুলতানারাও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। 


২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ৮ দলের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইয়ে গত বছরের চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।


এই টুর্নামেন্ট খেলতে আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছাড়বে সালমা জাহানারাদের দল। ৩১ আগস্ট বাছাই পর্বের পর্দা ওঠার আগে ১০ দিন সেখানে ক্যাম্প করবে তারা। এরপর বাছাই পর্ব খেলতে ২৫ আগস্ট স্কটল্যান্ডে পা রাখবে সালমা বাহিনী। ছয় দিন পর পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।



বাংলাদেশ নারী ক্রিকেট দলঃ 


সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, ফারজানা হক পিঙ্কি, সানজিদা ইসলাম, সোবানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা রহমান, নিগার সুলতানা জ্যোতি, শামিমা সুলতানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball