বড় সুখবর পাচ্ছে জিম্বাবুয়ে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বড় সুখবর পেতে যাচ্ছে জিম্বাবুয়ে। পুনর্বহাল করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে। শুক্রবার এই কমিটি ফের চালু করার নির্দেশ দেয় দেশটির আদালত। এরপরই নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হয়।
জিম্বাবুয়ের সরকার অনুমোদিত স্পোর্টস এন্ড রিসার্চ কমিশনের(এসআরসি) সঙ্গে আদালত একটি সমঝোতায় পৌঁছায়। সমঝতার পর পরই চেয়ারম্যান তাভেংওয়া মুকুলানির নেতৃত্বাধীন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ফের দায়িত্বে ফিরছে।

যার সুবাদে আইসিসি যে নির্দেশ দিয়েছিল তা প্রত্যাহারের পথে এককদম এগিয়ে গেল সিকান্দা রাজা-গ্রেম ক্রিমারের দেশের ক্রিকেট। গেল মাসে, জিম্বাবুয়ের পুরো বোর্ডকে নিষিদ্ধ করে এসআরসি। অভিযোগ ওঠে দুর্নীতি এবং নির্বাচনে অনিয়মের।
সেই অভিযোগের প্রেক্ষিতে জিম্বাবুয়ে ক্রিকেটকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই ব্যাপার আইসিসি জানায়, আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সভায় জিম্বাবুয়ের নিষেধাজ্ঞার বিষয়টি তারা পুনর্বিবেচনা করবে।
জিম্বাবুয়ের ক্রিকেটকে নিষিদ্ধ করায় বড় বিপদে পড়েন দেশটির ক্রিকেটাররা। ২০২০ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুষ্ঠিত বাছাই পর্বে অংশ নিতে পারবেন না তাঁরা। এছাড়া চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারছে না দেশটির নারী দল।
এদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে না পারলেও আগামী মাসে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিবাবুয়ের। আশা করা হচ্ছে যথাসময়েই তারা সিরিজটিতে অংশ নিবেন।