promotional_ad

ফাইনালের আগে বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রবিবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনাল বলে ম্যাচটিতে বাড়তি চাপ নিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক আকবার আলী।


সংবাদমাদ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, ম্যাচটিকে তাঁরা স্বাভাবিক ভাবেই নিচ্ছেন। নিজেদের সাধারণ খেলাটা খেলতে পারবে এই ম্যাচে জয় ধরা দেবে বলে মনে করেন বাংলাদেশ যুব দলের এই অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে আকবর বলেন, 'ফাইনাল বলে আমরা কোনো চাপ নিতে চাচ্ছি না। আমরা এটাকে আরেকটি খেলার মতোই মনে করছি। আমরা শুধু আমাদের ভালো ক্রিকেটাটাই খেলবো। সাধারণ ক্রিকেটটা খেললেই আমরা জিততে পারবো।'


পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে ভারত। ফলে ফাইনালের আগে তাদের সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের অপেক্ষায় আছেন তিনি। ফাইনালে আশা যোগাচ্ছে ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের ধারাবাহিক ফর্ম। যুব দলের অধিনায়ক আশাবাদী ফাইনালেও পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন তিনি।


'ভারত একটি ভালো দল, টুর্নামেন্টে ভারত আমাদের চ্যালেঞ্জ জানাতে পেরেছিল। তাই আশা করি কালকেও একটি ভালো চ্যালেঞ্জিং খেলা হবে। পুরো টুর্নামেন্টে হৃদয় অসাধারণ খেলেছে। আশা করছি এটা অব্যাহত রাখতে পারবে। এছাড়া অন্যান্ন ব্যাটসম্যানরাও যথেষ্ঠ সাপোর্ট দিয়েছি। ভালো একটি এফোর্টের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টটি জিততে চাই।'



ইংল্যান্ডের কন্ডিশনের সাথে দলের বোলাররা বেশ ভালো ভাবে মানিয়ে নিয়েছেন বলে মনে করেন আকবর। তাদের পারফর্মেন্সই আশাবাদী করছে যুব দলের অধিনায়ককে। এ প্রসঙ্গে তিনি জানান, 'বোলারদের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাঁরা এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পেরেছে। আশা করছি তাঁরা যেভাবে পারফর্মেন্স করেছে এটার ধারাবাহকতা ধরে রাখবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball