ঘরের মাঠের সিরিজ থেকে সরে দাঁড়াতে চান তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্রামের জন্য আবেদন করেছেন। শনিবার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তারা তামিমের কাছ থেকে চিঠি পেয়েছেন। তবে এখনই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না। এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে ঈদের পর।

এ প্রসঙ্গে আকরাম বলেছেন, 'আমরা তামিমের কাছ থেকে একটি চিঠি পেয়েছি এই বিষয়ে (বিশ্রামের আবেদন)। ঈদের ছুটির পর আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
বিশ্বকাপ থেকেই সেরা ফর্মে নেই তামিম। শ্রীলঙ্কার সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েও জ্বলে ওঠতে পারেননি তিনি। রানের ধারায় ফিরতে কিছুদিনের বিশ্রাম প্রয়োজন মনে করেন তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তামিম জানিয়েছিলেন, ক্রিকেটের বাইরে কিছু সময় কাটিয়ে নতুন উদ্যমে মাঠে ফিরতে চান তিনি।
তামিম বলেছিলেন, ‘বিশ্বকাপ থেকেই আমি নিজেকে নিজে ডুবিয়েছি। আমি চেষ্টা করেছি কিন্তু যথেষ্ঠ নয়। সম্ভবত আমার কিছু সময় নেয়া উচিত খেলার বাইরে এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসা উচিৎ।’
এবার সেই পরিকল্পনাতেই এবার বিসিবিতে চিঠি দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। কদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন তামিমকে।