অপেক্ষা বাড়ল গেইলের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনার ক্রিস গেইলের।
বিশ্বকাপ চলাকালীন গেইল জানিয়েছিলেন, একটি টেস্ট খেলতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য একটি বিদায়ী টেস্টের অপেক্ষায় আছেন গেইল। কিন্তু বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজেই জায়গা হলো না বাঁহাতি বিধ্বংসী এই ব্যাটসম্যানের। একটি টেস্টের জন্য অপেক্ষা করবেন গেইল নাকি বিদায় বলে দিবেন এটা সময়ই বলে দেবে।

২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের আসন্ন এই টেস্ট সিরিজে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল। প্রতিনিয়ত ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে আসছেন কর্নওয়াল। ২০১৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার এবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন।
এখন পর্যন্ত ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ক??্নওয়াল। যেখানে ২৬০ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। কর্নওয়ালের অসাধারণ পারফর্মেন্স তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন তরুণ পেসার আলজারি জোসেফ। বিশ্বকাপের আগে খেলা ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন তিনি। কিন্তু আইপিএলে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রোক্স, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শেই হোপ, কিমো পল, কেমার রোচ।