মঈন আলীকে বাদ দিল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার মঈন আলী বাদ দিয়ে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তাঁর পরিবর্তে সমারসেটের স্পিনার জ্যাক লিচকে লর্ডস টেস্টের ১২ সদস্যের দলে রেখেছে তারা।
ইনজুরির কারণে লর্ডস টেস্টের দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং ওলি স্টোনের। পাঁচ ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ তে পিছিয়ে থেকে আগামী ১৪ আগস্ট মাঠে নামবে স্বাগতিকরা।

এজবাস্টন টেস্টে বাজে সময় কাটিয়েছেন মঈন। ১৭২ রানের বিনিময়ে মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন এই বাঁহাতি। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ০ এবং ৪। অজি স্পিনার নাথান লায়নের বলে দুই ইনিংসেই আউট হয়েছেন মঈন।
এদিকে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। সিরিজের প্রথম টেস্টের দলেও ছিলেন আর্চার, কিন্তু ইনজুরি দুশ্চিন্তার কারণে একাদশে রাখা হয়নি তাঁকে। এ সময় সাসেক্সের হয়ে খেলেছেন তিনি। একটি সেঞ্চুরি এবং ৭ উইকেট নিয়েছেন আর্চার।
মাংশ পেশির ইনজুরিতে ছিটকে পড়া অ্যান্ডারসনের পরিবর্তে স্যাম কারানকে লর্ডস টেস্টে খেলানোর সম্ভাবনা রয়েছে। বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের হয়ে ১০ টেস্ট খেলছেন।
ইংল্যান্ড স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।