আমরা ভালোই অভিজ্ঞঃ জাহানারা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে অভিজ্ঞ দলের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী দল, মনে করেন জাহানারা আলম। টানা তিন বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ নারী দল। তাই দলটিকে বেশ অভিজ্ঞ ভাবছেন, পেসার জাহানারা।
২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছে সালমা খাতুনের দল। যদিও তেমন ভালো পারফর্মেন্স করতে পারেনি দলটি। তবে এবার ভালো কিছু করবেন বলে আশাবাদী জাহানারা।

শুক্রবার মিরপুরে নারী দলের অভিজ্ঞ এই পেসার বলেন, 'আমরা ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছি। চতুর্থ বিশ্বকাপ আমরা খেলতে যাচ্ছি। সুতরাং দল হিসেবে কিন্তু আমরা ভালোই অভিজ্ঞ।'
তিন বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রতিবারই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়েছে তাদের। তবে এবার জেতার জন্য খেলতে চান সালমা-জাহানারারা।
যে কারণে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ।
সাংবাদিকদের জাহানারা বলেন, 'এখন এখানে শুধু খেলার জন্য খেলা না, জয়ের জন্য খেলবো। যেটা গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে আমরা লড়াই করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আমার বিশ্বাস, এবারও লড়াই করার মানসিকতা নিয়ে আমরা খেলবো। জয়ের জন্য খেলবো।'