কলকাতার কোচিং প্যানেলে ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত সপ্তাহের শুরুর দিকেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। একইসঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিপিএলের নতুন আসর। আর এবারের আসর দিয়েই সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে ৩৭ বছর বয়সী ম্যাককালামকে।
এরপর আইপিএলের আগামী আসরেও কলকাতা নাইট রাইডার্সের পোশাকে নতুন দায়িত্ব পালন করবেন ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ম্যাককালাম।
কলকাতার সঙ্গে ম্যাককালামের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কলকাতার হয়ে খেলেছেন তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১৫৮* রানের ঝড়ো ইনিংসটি শাহরুখ খানের দলের পোশাকেই খেলেছেন এই কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এরপর কলকাতার অধিনায়কত্ব করেন তিনি। তবে আইপিএলের সর্বশেষ আসরে কোনো দলেই জায়গা পাননি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধ্রুপদী এই অধিনায়ক।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিই ডাক দিল তাঁকে। নিজেদের দুটি ফ্র্যাঞ্চাইজি দলের সেরা পদগুলোতেও তাঁকে স্থান দিল নাইট রাইডার্স।