promotional_ad

বিদায় বলে দিলেন আমলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ওপেনার হাশিম আমলা। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ডানহাতি এই ব্যাটসম্যান।


বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল আমলার। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫ বছর খেলছেন আমলা। প্রোটিয়াদের সঙ্গে তাঁর এই দীর্ঘসময়ের সফর অসাধারণ ছিল বলে উল্লেখ করেছেন তিনি।



promotional_ad

৩৬ বছর বয়সী আমলা বলেন, 'প্রথমত সর্বশক্তিমান আল্লাহ্‌র কাছে শুকরিয়া জানাই। তিনি আমাকে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ দিয়েছেন। এটা অন্য কিছু নয়, অনেক আনন্দ এবং সম্মানের। প্রোটিয়াদের সঙ্গে থেকে আমি এই সময়ে অনেক কিছু শিখেছি।'


'আমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ। তাঁরা আমাকে এভাবে সমর্থন এবং ভালবাসা দিয়েছেন। সমর্থকদের ধন্যবাদ জানাই যারা কঠিন সময়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং সাফল্যেও একসঙ্গে ছিলেন।'


আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪৯টি ম্যাচ খেলেছেন আমলা। তিন ফরম্যাটের ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৮৬৭২ রান। যেখানে ৫৫টি সেঞ্চুরি এবং ৮৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।



টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে তিনশ রান করা একমাত্র ব্যাটসম্যান তিনি। লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ডানহাতি এই ব্যাটসম্যান।


ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ এবং ৭০০০ রানের মাইকফলকগুলো সবচেয়ে কম ইনিংসে ছুঁয়েছেন আমলা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball