promotional_ad

তিন দেশে সাক্ষাৎকার দেবেন হেসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুধু বাংলাদেশ নয়, ভারত এবং পাকিস্তান দলের হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে পারেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। নিউজিল্যান্ডের এক সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 


বাংলাদেশ দলের হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে শুক্রবার বাংলাদেশে আসার কথা রয়েছে হেসনের। বাংলাদেশে আসার আগে বৃহস্পতিবার আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছেড়েছেন তিনি।



promotional_ad

যে কারণে ধারণা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে ফের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে আগ্রহী এই কিউই। শুক্রবার বাংলাদেশে এসে বিসিবি কার্যালয়ে নিজের প্রেজেন্টেশন দিবেন। সেটা বোর্ডের পছন্দ হলে তাকেই কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।


অন্যদিকে বৃহস্পতিবার পাকিস্তান দলের হেড কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন কোচ চাইছে পাকিস্তান। যে কারণে হেসন সেখানেও সাক্ষাৎকার দিতে যাবেন বলে শোনা গিয়েছে।


এছাড়া ভারতীয় দলও নতুন কোচের খোঁজে রয়েছে, যার জন্য ইতোমধ্যে ২০০০টি আবেদন জমা পড়েছে। মাইক হেসনও ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।



গুঞ্জন রয়েছে, হেড কোচের সাক্ষাতকার দিতে শ্রীলঙ্কাতেও যেতে পারেন এই কিউই। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে শ্রীলঙ্কা চুক্তি বাতিল করায় এখন নতুন কোচের খোঁজে রয়েছে দেশটি। নিশ্চিতভাবে না জানা গেলেও হেসনকে তারাও চাইছে শোনা যাচ্ছে।


মূলত উপ মহাদেশের চার দেশে কোচের সাক্ষারকার দেবেন হেসন। গত বছরের জুনে নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব নেন হেসন। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউইদের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball