পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে বাংলাদেশে আসছেন হেসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার বাংলাদেশ দলের হেড কোচের পদে পরীক্ষা দিতে বাংলাদেশে আসছেন মাইক হেসন। বাংলাদেশে আসার আগে বৃহস্পতিবার আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
নিজের টুইটারের পাতায় পাঞ্জাবের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন এই কিউই। সেখানে কে এল রাহুল-ক্রিস গেইলদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই কোচ।
ভবিষ্যতের জন্য পাঞ্জাবকে শুভকামনা জানিয়েছেন তিনি। হেসন বলেন, 'পাঞ্জাবের সঙ্গে সময়টা খুব দারুণ কেটেছে আমার। একটা মৌসুম তাদের নিয়ে কাজ করেছি যে জন্য তাঁদের ধন্যবাদ জানাই।

খুবই হতাশার সঙ্গে জানাচ্ছি যে আগামী মৌসুমে দলটির সঙ্গে কাজ করা হচ্ছে না আমার। পাঞ্জাবকে শুভকামনা জানাচ্ছি সামনের জন্য। আমি আশাবাদী তাঁরা অনেক ভালো কিছু করবে।'
গত বছরের জুনে নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব নেন হেসন। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউইদের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
কোচ হিসেবে সাফল্যের পাল্লা বেশ ভারী মাইক হেসনের। নিউজিল্যান্ডকে ২০১৫ সালের বিশ্বকাপে ফাইনালে তুলেছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ৫৯ টি টোয়েন্টির মধ্যে শতকরা ৫০ শতাংশের (৩০ জয়, ২৪ হার) বেশি সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড।
এদিকে পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে দেয়া হেসন শুক্রবার বাংলাদেশে এসে বিসিবি কার্যালয়ে নিজের প্রেজেন্টেশন দিবেন। সেটা বোর্ডের পছন্দ হলে তাকেই কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।
হেসনের আগে বুধবার প্রথম প্রার্থী হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচের প্রেজেন্টেশন সন্তুষ্টও করেছে দেশের ক্রিকেট কর্মকর্তাদের।