শঙ্কা কাটিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সকল অনিশ্চয়তার অবসান ঘটেছে অবশেষে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


গত ১৮ জুলাই জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। যদিও আইসিসির আয়োজনের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলতে বাধা নেই দলটির।


promotional_ad

তবুও তাদের সরকারের সঙ্গে আলোচনা করার ব্যাপার ছিল জিম্বাবুয়ে বোর্ডের। যে কারণে বিসিবিকে নিশ্চিত করে কিছু জানায়নি তারা। যার ফলে সিরিজটি নিয়ে অনিশ্চয়তায় ছিল বিসিবি।


অবশেষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ২৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।


এই ত্রিদেশীয় সিরিজে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball