ডমিঙ্গোই শেষ কথা নয়!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রধান কোচ নির্বাচন করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে বুধবার (৭ আগস্ট) দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোর সাক্ষাৎকার নিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাবেক এই প্রোটিয়া কোচের পরিকল্পনা মনে ধরেছে সাক্ষাৎকারে উপস্থিত থাকা বিসিবির কর্তাদের। তবে ডমিঙ্গোই বিসিবির শেষ চিন্তা নয় বলে জানিয়েছন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

প্রধান কোচের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বিসিবি। এই তিনজন থেকে বাংলাদেশ দলের জন্য প্রধান কোচ নির্বাচন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি, জানান জালাল ইউনুস।
‘কয়েকজন কোচ আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা তাদের সাথে কার্যক্রম শুরু করে দিয়েছি। আজ ছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। উনি ইন্টারভিউ দিয়ে গেছেন। আমাদের হাতে দুই একজন আছেন। তাদের সাথেও যোগাযোগ করছি। তারা তিন-চার দিনের মধ্যে আসবে এবং ইন্টারভিউ দেবে। তাদের নাম আমরা বলছি না এই মুহূর্তে।’
ডমিঙ্গোর প্রেজেন্টেশন মনে ধরলেও এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি। কারণ সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি দুজনের পরিকল্পনাও দেখতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ডমিঙ্গোর চেয়েও সুদূরপ্রসারী পরিকল্পনার খোঁজে আছেন বিসিবি। বাকি দুজনের কাছ থেকে তেমন পরিকল্পনা মিলে গেলে তাকে বেছে নেয়া হবে।
‘আমাদের হাতে তিনজনের নাম আছে। আরো দুইজন বাকি। এই তিনজনের মধ্য থেকেই আমরা কাউকে বেছে নিবো। দেশের বাইরে কোচিং করিয়েছে, এমন কয়েকজন আবেদন করেছে। কিন্তু তাদের আমরা ভাবিনি। আমাদের হাতে তিনজনই আছেন। আমাদের হাতে যে তিনজন আছেন, তাদের সবারই জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা কোথাকার, তা আমি বলতে পারছি না এই মুহূর্তে।’
বুধবার (৭ আগস্ট) সকালে সাক্ষাৎকার দিতে ঢাকায় আসেন ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করা ডমিঙ্গো। এদিন বিকেলে প্রায় আড়াই ঘণ্টার সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আগামীকাল (৮ আগস্ট) সকালে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাঁর।