এবার বিশ্বকাপে চোখ রুমানা-জাহানারাদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ নারী ক্রিকেট দলের চোখ এখন বিশ্বকাপে। গেল বছর ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার পর এবার নিজেদের আরও একধাপ উপরে নিয়ে যেতে চান নারী ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ এমনটাই জানিয়েছেন।
এশিয়া কাপ জয়ে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে গেছেন সালমা-রুমানারা। গত আসরে হতাশাজনক পারফর্মেন্স করলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কিছু করতে চান রুমানারা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে যাওয়ার আগে এসব নিয়ে কথা বলেছেন নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা।
ডানহাতি এই অলরাউন্ডার বলেন, ‘আমরা এশিয়া কাপ যেহেতু নিয়ে আসতে পেরেছি, আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর। বিশ্বকাপ জেতার চিন্তাও আমরা করতে পারি।
আমরা যদি ছোট ছোট করে এগোতে থাকি তাহলে ছেলেদের সঙ্গে সঙ্গে নারীদের ক্রিকেটটাও অনেকদূর এগিয়ে যাবে।’

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আগামী ২৮ আগস্ট স্কটল্যান্ড যাবেন সালমা-রুমানারা। বাছাইপর্বে অংশ নেয়ার আগে স্কটল্যান্ডের মাটিতে নিজেদের ঝালাই করে নেবেন তাঁরা।