promotional_ad

ডমিঙ্গোর পরিকল্পনায় সন্তুষ্ট বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের প্রধান কোচের পদে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও।


ডমিঙ্গোর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জালাল ইউনুস। বাংলাদেশ দলের জন্য ডমিঙ্গোর দেয়া পরিকল্পনা সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।


‘উনি (ডমিঙ্গো) বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন, এ বিষয়ে তার ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে উনি কাজ করতে পারবেন, পারফর্মেন্স কীভাবে হবে; সব কিছু নিয়ে উনার সাথে কথা হয়েছে। আমি বলবো এটা বিসিবির জন্য সন্তোষজনক ছিলো।’



promotional_ad

বাংলাদেশের জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসেছিলেন ডমিঙ্গো। বাংলাদেশ দলকে নিয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা পরিবেশন করেছেন তিনি। 


‘উনি আমাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য পরিকল্পনা পরিবেশন করেছেন। আমরা তাঁর পেজেন্টেশনে সন্তুষ্ট।’ বলেছেন জালাল ইউনুস।


ডমিঙ্গোর পেশাদারিত্ব নিয়ে জালাল ইউনুস বলেন, ‘উনি খুবই পেশাদার কোচ। তাঁর প্রেজেন্টেশন ভালো ছিলো। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি কোয়ালিফাইড। সব মিলিয়ে আমরা সবাইকে নিয়ে চিন্তা করবো। তারপর আমরা সিদ্ধান্ত নেবো।’


বিসিবির সঙ্গে সাক্ষাৎকার দিতে বুধবার সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকায় আসেন ডমিঙ্গো। এদিন বিকেল তিনটায় বেক্সিমকোতে হাজির হন প্রোটিয়া এই কোচ। সোয়া পাঁচটায় সাক্ষাৎকার শেষ করে সাড়ে পাঁচটার দিকে বেক্সিমকো থেকে বেরিয়ে যান ডমিঙ্গো। সে সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। 



দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। গ্যারি কারস্টেনের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball