ফেবারিট হয়েই বিশ্বকাপ বাছাইপর্বে যাচ্ছেন রুমানারা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে আগামী ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরের মতো এবারও ফেবারিট হয়ে মাঠে নামবেন রুমানা-জাহানারারা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেছেন, ‘ওখানে শক্তিশালী দল বলতে আয়ারল্যান্ড আছে। গতবারও এটা আমরা খেললাম হল্যান্ডে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার ধারণা গতবারের তুলনায় এবার আমাদের দল আরও শক্তিশালী। দুটি দল যেহেতু এখানে কোয়াইলিফাই করবে, আমাদের এখানে আশা করা উচিত যে আমরা ভালো করব।’
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কাটার মিশনের প্রস্তুতি নিতে লম্বা সময় পার করবেন জাহানারা-রুমানারা।
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন মেয়েরা। সাভারের বিকেএসপিতে দুটি অনুশীলন ম্যাচও খেলবে নারী দল। এরপর ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছাড়বেন মেয়েরা।
স্বাগতিক নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সালমা-রুমানারা। এরপর সেখান থেকে ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবে নারী দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর মেয়েরা ব্যস্ত সময় পার করবেন। এরপরই দেশে ফেরার কথা রয়েছে তাদের।
বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ছাড়াও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং স্বাগতিক স্কটল্যান্ড।
