ব্যস্ত সূচিতে নারী ক্রিকেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত একটানা ম্যাচের মধ্যে থাকবে নারী দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আগামী ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবে মেয়েরা। এর আগে বাছাইপর্বের প্রস্তুতি নিতে লম্বা সময় পার করবেন জাহানারা-রুমানারা।
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন তাঁরা। সাভারের বিকেএসপিতে দুটি অনুশীলন ম্যাচও খেলবেন নারী ক্রিকেটাররা। এরপর ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছাড়বেন মেয়েরা।
বাংলাদেশ নারী দলের অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘কাল থেকে চার-পাঁচ দিনের একটা প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ওদের। একটা জিম সেশন আছে, একটা নেট সেশন আছে। ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬ একটা দলের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ওরা বিকেএসপিতে। এটাই আপাতত আমাদের পরিকল্পনা।’

স্বাগতিক নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর সেখান থেকে ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবেন সালমা-নিগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর মেয়েরা ব্যস্ত সময় পার করবেন। এরপর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
নাজমুল আবেদীন বলেন, ‘২৭ আগস্ট থেকে আমাদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের মিশন শুরু হবে। বাংলাদেশকে সেই বাছাইপর্ব খেলে তারপর সেখানে যেতে হবে। মানে ২০২০ সালের মার্চে মেয়েদের যে বিশ্বকাপ হবে।
বাছাইপর্ব খেলতে আমরা স্কটল্যান্ডে যাবো। তার আগে দশদিনের একটি প্রস্তুতি ক্যাম্প হবে। সেটা হবে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে আমরা চারটি প্রস্তুতি ম্যাচ খেলব। এরপর আমরা স্কটল্যান্ডে যাবো, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা।’