মেয়েদের বিপিএল চান রুমানা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর (২০১৮) থেকে মেয়েদের আইপিএল আয়োজন করছে ভারত। বাংলাদেশেও এমন টুর্নামেন্ট চান জাতীয় নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। ছেলেদের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।
বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, বর্তমানে নারী ক্রিকেটারের সঙ্কট নেই। মেয়েদের প্রিমিয়ার লিগেও এবার খেলেছে ১২টি দল। তাই রুমানা মনে করেন এই দলগুলো ভেঙে বিপিএলের জন্য চারটি দল তৈরি করা খুব বেশি কঠিন কাজ নয়।

এ প্রসঙ্গে রুমানা বলেন, ‘আমাদের আগে বলা হতো যে মেয়ে নেই, মেয়েদের দল গঠন করার সুযোগ নেই। এবারও আমরা প্রিমিয়ার লিগে ১২টা দল নিয়ে খেলেছি, এখান থেকে ভালো করে ভেঙে ৪টা দল করা যায়। আমার আহ্বান থাকবে যারা আমাদের অফিসিয়াল আছেন, খুব শিগগিরই তারা যেন এটা নিয়ে ভাবেন।’
২০১৮ সালে সর্বপ্রথম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে ভারত। প্রথম আসরে মাত্র দুটি দল অংশ নিয়েছিল। এবার তিনটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করবে তারা।
আগামী আসরে ৭-৮টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। এই টি-টোয়েন্টি আয়োজন করে র্যাঙ্কিয়েও উন্নতি হয়েছে ভারতের।
মেয়েদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তাদের অবস্থান এখন পাঁচ নম্বরে। রুমানার বিশ্বাস এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারলে বাংলাদেশও র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে।
রুমানার ভাষ্য, ‘গত বছর আমরা ভারতকে দেখেছি যে ওরা তিনটা দল নিয়ে টুর্নামেন্ট খেলেছে। এ বছর ওরা আটটি দল নিয়ে শুরু করবে, ওদের লক্ষ্য আস্তে আস্তে বড় হচ্ছে। ওরা কিন্তু বিশ্বের ২-৩ নম্বরে আছে। এগুলো যদি আমরা ছোট ছোট করে শুরু করতে পারি, তাহলে আমরাও একটা র্যাঙ্কিংয়ে যেতে পারি।’