promotional_ad

সাংবাদিকদের কাছে রুমানার চাওয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের চাওয়া ছেলেদের ক্রিকেটের মতো ছড়িয়ে দেয়া হোক মেয়েদের ক্রিকেটও। নারী ক্রিকেটের প্রসারে সাংবাদিকদের অনুরোধ করেছেন তিনি।    


ছেলেদের জাতীয় দল ছাড়াও ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ কিংবা ইমার্জিং দলের খেলা থাকলে সাংবাদিকরা যেভাবে প্রচারণা করেন, সেভাবে নারীদের ক্রিকেটের প্রচারণা চান এই ডানহাতি এই ব্যাটসম্যান। নারীদের ক্রিকেট সব জায়গায় ছড়িয়ে পড়লে ক্রিকেটার তৈরিতে সেটা প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। 



promotional_ad

সম্প্রতি ইমার্জিং দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল নারীরা। এই সফরে সাংবাদিকদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় এমন মন্তব্য করেছেন এই লেগ স্পিনার। 


ছেলেদের ক্রিকেটের প্রচারণার উদাহরণ টেনে রুমানা বলেন, ‘এটা তো অবশ্যই মনে করছি। আর আপনাদের কাছেও আমাদের একটা দাবি, আপনারা যতো আমাদের নিয়ে প্রচারণা করবেন ততো আমরা এগিয়ে যাবো। আমরা যে ইমার্জিং দল নিয়ে গিয়েছি, সেটা নিয়ে বেশি হইহুল্লোড় নেই।


ছেলেদের ‘এ’ দল বা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে যেটা হয়, আমাদের বেলায় তেমন হয় না। আমাদের ইমার্জিং টিম এবং ‘এ’ টিম নিয়ে যে ক্যাম্প হলো, সেটা নিয়ে যদি একটু আপনারা প্রচারণা করেন তাহলে আমাদের জন্য আরও ভালো হবে।’



জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক কনুইয়ের চোটে ভুগছেন দীর্ঘদিন ধরেই। সেই চোট কাটিয়ে এখন অনেকখানি ফিট হয়ে উঠেছেন তিনি। সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফাইয়ারের আগে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী রুমানা। 


তিনি বলেন, ‘পুরোপুরি এখনো বলা যায় না, আমি প্রায় ৯০ ভাগ ফিট আছি। অবস্থা বলতে আগে যেটা সমস্যা ছিল কনুইতে, সেটা শতভাগ ঠিক আছে,। এটা নিয়ে সমস্যা নেই। হাঁটুতে একটু চোট লেগেছিল সেটাও ভালোভাবে সেরে উঠছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball